সত্যই মুক্তি ত্যাগেই সুখ

Wednesday, May 27, 2015

How To Disable AutoRun / AutoPlay In Windows 7 & Windows 8

Disable AutoRun / AutoPlay Using Local Group Policy Editor :-

Step 1: Pull up the Run dialog box (Win + R) and type gpedit.msc. Hit Enter to launch the Local Group Policy Editor.
Step 2: Within Group Policy Editor, navigate to this location:
Computer Configuration > Administrative Templates > Windows Components > AutoPlay Policies



Thursday, May 21, 2015

কম্পিউটারকে আরও গতিশীল করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন

GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।
GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
GO “ RUN “ – refresh লিখে এন্টার করুন।
সব শেষে  Empty Recycle Bin করুন ।
প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন তারপর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

বিশ্বের ৭৩ টি ভাষায় “আমি তোমাকে ভালোবাসি”

আপনার পছন্দের মানুষটিকে প্রোপোজ করবেন বা তাকে  জানাবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন।আপনার  পছন্দনীয় কয়েকটি ভাষায় তাকে জানিয়ে অভাক করে দিন !! ভালোবাসার বুলি (ভাষা ) অন্য কোনো ভাষায় শিখে রাখলে ক্ষতি কি?

১.বাংলা= আমি তোমাকে ভালবাসি।
২.ইংরেজি = আই লাভ ইউ।
৩.ইতালিয়ান = তি আমো।
৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।
৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।
৭.জার্মান = ইস লিবে দিস।
৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।
৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।
১০.ফার্সি = দুস্তাত দারাম।
১১.তিউনিশিয়া = হাহে বাক।
১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।
১৩.লাতিন = তে আমো।

Tuesday, May 19, 2015

ফাইল ফোল্ডার ডিলিট না হলে যা করতে হবে

কম্পিউটারে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় নির্দিষ্ট কোন ফাইল কিংবা ফোল্ডার ডিলিট বা মুছে ফেলার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি উইন্ডোজ বা অন্য অপারেটিং সিস্টেমে ফাইল ডিলিট করে থাকি। কিন্তু বিপত্যি বাধে তখন যখন দেখছেন ফাইলটি আর ডিলিট হচ্ছে না।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন

একটু অসাবধানতার কারনে হ্যাকিং এর শিকার হয়ে আপনার ফেসবুক আইডি হাত ছাড়া হয়ে যেতে পারে। আমাদের অনেক সময় ফেসবুক আইডি হ্যাকিং হয়ে থাকলে প্রাথমিক ভাবে কি করা যেতে পারে তার সঠিক নির্দেশনার অভাবে ফেসবুক অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যায়।

নীচের ধাপটি সঠিক ভাবে অনুসরণ করে আপনার হারান ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন:

১. এড্রেস বার থেকে http://www.facebook.com/hacked এ প্রবেশ করুন।
২. My Account Is Compromised এ ক্লিক করে এগিয়ে যান।
৩. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করতে-

Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name এই তিনটি অপশনের যেকোন একটিতে প্রয়োজনীয় তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক করুন।

৪. Security Check অপশনে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান।
৫. আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম থাকবে, This Is My Account ক্লিক করে এগিয়ে যান।
৬. এখানে আপনার ব্যবহৃত পুরনো পাসওয়ার্ড প্রবেশ করান।
৭. ফেসবুক তথ্যগুলো সঠিক দেখলে পরবর্তী ধাপ গুলো আপনাকে দিবে, সেভাবে এগুলে আশা করি আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন। 

চরম হাসির ইংলিশ দেখুন মজা পাবেন ১০০%



হাসবেন ঠিকাছে , সমসসা হলে আপনি নিজেই দায়ী ও হা নতুন কিছু ইংলিশ শিখবেন হা হা হা ...
Posted by Fokhrul Islam Biplob on Tuesday, May 19, 2015

Monday, May 18, 2015

আপনার কম্পিউটার এর Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া

Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া ।
পদ্ধিতি টা অনেকেই জানেন,  পোস্ট টি তাই নতুন দের জন্য।
Autorun বন্ধ করতে প্রথমে আপনাকে strat হতে run ক্লিক করতে হবে।
অথাবা windows key+ R এক সাথে চাপলে run ওপেন হয়ে যাবে।
1 step
এখন run এ gpedit.msc লিখুন ও enter চাপুন।
এখন local Computer Policy হতে user configuration হতে administrative templates ক্লিক করুন ।
2 nd step
এবার ক্লিক করুন windows components

কম্পিউটার এ আছে বয়স হিসাব করার ক্যালকুলেটর ।

Age Calculator
বয়স নিয়ে হিসাবটা সবার মধ্যে কেমন যেন একটা জটিল মনে হয় ।  আর হিসাবে ভুল করে যদি একটু বেশী বলেন তাহলে তো রাগ করে, আভিমান করে , অভিযোগ করে একে বারে শেষ অবস্থা। আমি সাধারন যোগবিয়োগ ছাড়া কি আর কিছুই পারিনা ?এইবার আর ভুল নয় , একেবারে সঠিক হিসাব দেখুন Windows calculator এ । যারা  জানেন না তারা দেখে নিন ।
এবার অন্য কোন calculator ছাড়াই সরাসরি Windows calculator দিয়ে বয়স হিসাব করুন। তার জন্য প্রথমে start menu থেকে windows calculator open করুন। তারপর ctrl+E চাপুন। Date calculation এর নতুন option পাবেন। এখানে From এর ঘরে আপনার জন্ম সাল/তারিখ/মাস বসান আর To এর ঘরে বর্তমান টা বসানোই থাকবে যদি আপনার পিসির ডেট ঠিক থাকে। না হলে বসিয়ে নিবেন। এরপর calculte button এ ক্লিক করলেই আপনার বয়স বের হয়ে যাবে। Calculator কে Basic mode এ ফিরিয়ে আনতে ctrl+F4 চাপুন।

কিভাবে কী -বোর্ডে সঠিক ভাবে দ্রুত টাইপ করা যায় তার নিয়মাবলী চিত্রের সাহায্যে দেখানো হল

আমরা কম-বেশী সবাই কম্পিউটার ব্যবহার করে থাকি । তাই আমাদের টাইপ করার ও প্রয়োজন পড়ে । সঠিক ভাবে টাইপের পদ্ধতি না জানার কারনে টাইপ করতে অনেক সময় লাগে আর কী-বোর্ডের দিকে তাকিয়ে থাকতে হয় । তাই আমি আপনাদের চিত্র  আকারে তা দেখানোর চেষ্টা করলাম ।




ভাইরাস


ফটোশপের বিভিন্ন শর্টকাট এবং এগুলোর ব্যবহার

এই পোস্টটি মূলত যারা নতুন ফটোশপ শিখছেন তাদের জন্য। আজ আমরা শিখব ফটোশপের বিভিন্ন শর্টকাট এবং এগুলার ব্যবহার। আশা করি অনেকেরই কাজে আসবে লেখাটি।

  • ১. ড্রাগ সিলেকশন

মারকুই টুলস দিয়ে কোন ডুকেন্টের উপর ড্রাগ করুন( মাউস ছাড়বেন না), এবারে স্পেসবার চেপে ধরুন- দেখবেন এটা আপনাকে আনডিফাইনড সিলেকশন ড্রাগ করতে দিচ্ছে।

  • ২. ডকুমেন্ট ডানে-বামে সরানো

কন্ট্রোল কী প্রেস করে আপ এরো কী প্রেস করলে ডকুমেন্ট ডানে আর ডাউন কীর জন্য বামে সরবে।

  • ৩. ফন্ট লিস্ট ব্রাউজ করুন

শুধু ফন্টের উপর মাইসের এক ক্লিক করুন। এবার কীবোর্ডের আপ-ডাউন এরো প্রেস করলেই ফন্ট পরিবর্তন হতে থাকবে।

  • ৪. ফন্ট সাইজ স্কেলিং

আপনি যেই টেক্সটি স্কেল করতে চান সেটি সিলেক্ট করুন। এবার কন্ট্রোল+শিফট+> অথবা< প্রেস করুন সাইজ বাড়াতে/কমাতে।

  • ৫. মাউসের স্ক্রলে জুম করুন

ছবিতে জুম ইন/আউট করতে কীবোর্ডের Ctrl+Alt+ মাউসের স্ক্রল উপর/নিচ-এ নিন।

  • ৬. টেক্সট সাইজ এডজাস্ট

টেক্সট সাইজে মাউস ক্লিক করে কন্ট্রোল কীবোর্ডের লেফট/রাইট প্রেস করলে ফন্ট সাইজ বাড়বে/কমবে। আর যদি একইসাথে শিফট চেপে ধরে রাখেন তাহলে দশ করে ফন্ট সাইজ বাড়বে/কমবে।

  • ৭. টেক্সট সাইজ স্ক্রল করে এডজাস্ট

আপনি চাইলে টেক্সট সাইজে মাইস ক্লিক করে মাউসের স্ক্রল বাটন প্রেস করেও টেক্স সাইজ বাড়াতে-কমাতে পারবেন।

দ্রুত কম্পিউটার বন্ধ(shut down) করার পদ্ধতি

 অধিকাংশ লোকের কম্পিউটারই অনেক সফ্টওয়ারের কারণে ভারী থাকে, ফলে তা বন্ধ বা shut down হতে যথেষ্ট সময় নেয়। কিন্তু কিছু কিছু সময় অনেক দ্রুত কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। তখন আমরা নিচের পদ্ধতিটি প্রয়োগ করতে পারি। তবে বিভিন্ন প্রোগ্রাম চলন্ত অবস্থায় এই পদ্ধতিটি প্রয়োগ না করাই উত্তম হবে।

১. কী বোর্ড থেকে Ctrl+Alt+Delete চাপুন। অথবা টাস্কবারে রাইট বাটনে ক্লিক করে Task Manager এ ক্লিক করুন। টাস্ক ম্যানেজার খুলবে।
২. Shut Down এ ক্লিক করুন।
৩. Ctrl কী চেপে ধরে Turn Off এ ক্লিক করুন। দেখবেন মাত্র ২-৪ সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে।

এছাড়াও আপনি কম্পিউটার বন্ধ / রিস্টার্ট / স্ট্যান্ড বাই করার জন্য Short Cut Key ব্যবহার করতে পারেন। তবে

ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে করণীয়

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে থাকা নিজের অ্যাকাউন্টকে আরও নিরাপত্তা দিতে পারেন। এর ফলে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে পারেন।
নিজের অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ করতে ফেসবুকে ঢুকে ডানে Account থেকে Account Setting –এ যান। এবার Account Security-এ ক্লিক করে Browse Facebook on a secure connection (https) whenever possible ও Send me an Email এবং Send me a text message চেক বক্সগুলোতে টিক চিহ্ন দিন এবং Save করুন।

এমএস ওয়ার্ড , এক্সেল , পাওয়ার পয়েন্টে দ্রুত কাজ করার জন্য শর্টকাট key এর ব্যবহার

এমএস ওয়ার্ড বা এক্সেলের মতো পাওয়ার পয়েন্টেও দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টে Ctrl বা Alt-এর সঙ্গে A থেকে Z ব্যবহার করে দ্রুত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। নিচে কিছু শর্টকাট দেওয়া হলো।

  • Ctrl+A ফাইলের সম্পূর্ণ লেখাগুলো নির্বাচন করা।
  • Ctrl+B নির্বাচিত লেখাকে বোল্ড করা।
  • Ctrl+C কপি করা।

আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে F1, F2, F3 এরকম F12 পর্যন্ত ১২টি ফাংশন key এর কাজ

আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে F1, F2, F3 এরকম F12 পর্যন্ত ১২টি ফাংশন key দেয়া আছে। এর প্রত্যেকটির একেকটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তাহলে চলুন এক এক করে দেখে নেই কাজগুলোঃ
  1. F1 : এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে।

Sunday, May 17, 2015

আপনার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে গেছে? নিচের টিপসগুলো অনুসরণ করুন

আপনার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে গেছে? নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন।

  1.  কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যা মের কার্যক্ষমতা বাড়ে।
  2.  Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
  3. কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত

ভাইরাসের কারণে পেনড্রাইভের অদৃশ্য ফাইল দেখার উপায়

ভাইরাসের কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা দেখা যায় না, অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের properties-এ গেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরিতে জায়গা দখল করে আছে। আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাওয়া যায়। এ রকম সমস্যায় পড়লে                                   start/all programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের কোডটি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করুন-

attrib -h -r -s /s /d DRIVE LETTER:\*.*  
DRIVE LETTER:
del *.lnk /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
c:
tree
cls
exit

এখানে শুধু DRIVE LETTER লেখাটি মুছে আপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখবেন (যেমন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিজেই তৈরি করুন copy to folder & move to folder নামের দুটি অপশন !


বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ফাইল, ফোল্ডার কপি বা মুভ করা হয়ে থাকে। চাইলে মাউসের ডান ক্লিক মেনুতে copy to folder , move to folder নামের দুটি অপশন তৈরি করে ফাইল কপি/মুভ করার কাজটি আরও সহজ করতে পারেন। এ জন্য Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করেন। নোটপ্যাড খুলবে।এবার এতে নিচের সংকেতগুলো হুবহু লিখুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}]

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}]

এখন File/Save as থেকে All files নির্বাচন করুন Save as type হিসেবে। সবশেষে copytomoveto.reg নামে এটি সেইভ করুন।

লক্ষ করে দেখুন, নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হয়েছে। এই আইকনে ক্লিক করে নির্বাচিত করুন। এখন
যেকোনো ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান ক্লিক করে দেখুন copy to folder ও move to folder নামের নতুন দুটি অপশন এসেছে।

কম্পিউটারের গতি বাড়ান খুব সহজে !


কম্পিউটার অনেক কারণে ধীরগতির হয়ে যায়। এ জন্য কিছু টিপস রয়েছে যেগুলোর মাধ্যমে কম্পিউটারের গতি বাড়ানো যাবে—

  • শুধুমাত্র আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুন। যে সফটওয়্যারগুলো সবসময় কাজে লাগে না সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন।
  • হার্ডডিস্কের ১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটার অনেক দ্রুত হয়। হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত বেশি থাকে ততই ভাল।


  • সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করার চেয়ে বহনযোগ্য (পোর্টাবল) সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটারের গতি বেশি থাকে।
  • ডেস্কটপে যত কম আইকন রাখা যায় ততই ভাল। ডেস্কটপে বেশি আইকন বা ফাইল থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়।
  • কম্পিউটারে থিম ইনস্টল না করাই ভালো। থিম কম্পিউটারের গতি কমিয়ে দেয়।
  • কম্পিউটারে Animated Wallpaper, Voice Clock ইত্যাদি ইনস্টল করবেন না। এগুলো কম্পিউটারের গতি কমিয়ে দেয়।

Saturday, May 16, 2015

সফটওয়্যার ছাড়া যেকোন ফোল্ডার সিকিউরিটি দেয়ার পদ্ধতি

ডিজিটাল  এর যুগে আমরা  কম-বেশী সবাই কম্পিউটার ব্যবহার করে থাকি  কিন্তু কম্পিউটারের মধ্যে আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার থাকে যেগুলো আপনি সবার আড়ালে রাখতে চান। অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন লক করে রাখার জন্য আবার অনেকেই হাইড করে রাখেন।

মাঝে মাঝে সফটওয়্যার কাজ করেনা তার জন্য আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো বা ফোল্ডারগুলো অন্যের নজরে চলে আসে এবং আপনার অনেক মূল্যবান ফাইল বা ফোল্ডার আপনার ছোট কোন ভাই ডিলিট করে ফেলে। তার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যায়। আজ আপনাদের কাছে তুলে ধরব কীভাবে সফটওয়্যার ছাড়া আপনার মূল্যবান ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিয়ে রাখবেন যাতে কেউ না দেখতে পারে এবং ডিলিট করতে না পারে।

তাহলে মূল কাজে  আসা যাক-

আপনি যে ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিবেন তার মধ্যে যান। সেখানে গিয়ে ফোল্ডারের উপর মাউসের রাইট বাঁটন ক্লিক করুণ। তারপর properties এর মধ্যে যান। নতুন যে উইন্ডো আসবে তারমধ্যে security অপশন আছে সেখানে যান।

আবার যে নতুন উইন্ডো আসবে সেখানে advanced অপশন পাবেন সেখানে যান। আর একটি নতুন উইন্ডো আসবে সেখানে গিয়ে change permissions এর মধ্যে যান।

ইমাম বুখারীর দেশে! : হযরত মাওলানা মুফতি তকী উছমানী

কিছুদিন আগে ওলামায়ে কেরামের সাথে উযবেকিস্তানের সফর হয়েছে। কিছু বন্ধু সে সফরের কারগুযারী শোনানোর অনুরোধ করলেন। আমারও মনে হল যে, এ সফরে আল্লাহ তাআলা অনেক শিক্ষণীয় বিষয় দান করেছেন, যা আলোচনা করা আমাদের সবার জন্য ফায়েদাজনক হতে পারে। তাই এখন এ বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি।
উযবেকিস্তান দীর্ঘ দিন যাবৎ রাশিয়ার আগ্রাসনের শিকার ছিল। অল্প কিছু দিন পূর্বে তা স্বাধীন হয়েছে। সে সময় পরিস্থিতি এত কঠিন ছিল যে, কোনোদিন এই সব স্থান দেখার সুযোগ হবে তা ছিল কল্পনারও অতীত। অথচ এই ভূখণ্ডই একদিন ইসলাম ও ইসলামী উলূমের মারকায ছিল। আপনারা হয়তো বুখারা-সমরকন্দের নাম শুনেছেন। এই দুই বিখ্যাত শহরে মুসলিমজাহানের বহু নামজাদা মনীষী জন্মলাভ করেছেন। আপনারা ‘সিহাহ সিত্তা’র নাম শুনেছেন, যা হাদীস শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলন।

ফটোগ্রাফার নিয়ে আমজনতার ভুল ধারনা !!

ফটোগ্রাফার নিয়ে আমজনতার ভুল ধারনা:

১। ফটোগ্রাফার মানেই মাগনা:
এই ধারনা হবার মূল কারণ দেশে কাউয়ার চেয়ে কবি বেশি ছিল, এখন সব কবির মাথার চুলের চেয়ে বেশি ফটোগ্রাফার। অনেকেই ছবি তোলার সুযোগ পেলে হাত পাকানোর লোভে দৌড়ে আসে, সেটা খুবই ভালো। তবে এটা দেখে অনেকেই মনে করেন যে অভিজ্ঞ ফটোগ্রাফারও তাইলে মাগনা পাওয়া যায়। কষ্টার্জিত মেধা বা জ্ঞান বাদ দেই, যেই ব্যক্তি অনেক কষ্ট করে ক্যামেরা ও ইকুইপমেন্ট কিনেছেন, তার সমস্ত যন্ত্রপাতির ৫০ ভাগের এক ভাগ দাম উনি ভাড়া হিসেবে চার্জ করলে কতটা অযৌক্তিক? ২০টাকার আলু কিনে পাতি তে নিয়ে বসলে এক ঘণ্টায় ৫টাকা লাভ করা যদি পেশা হয়, তবে ২ লক্ষ টাকার যন্ত্রপাতি ব্যাবহার করে আপনার ছবি তুলতে কেন আপনি ১০০০০টাকা খরচ করতে চাইবেন না? বড়লোকের মাম্মিড্যাডি ফটোগ্রাফার না, প্রফেশনাল প্রতিটি ফটোগ্রাফার এর ইকুইপমেন্ট কিনার গল্পটা শুনে দেখুন, সেন্টু না খেয়ে পারবেন না।
২। ভালো ফটোগ্রাফার মানে ভালো ক্যামেরা:
কার লেন্স কোন সিরিজের, কার ক্যামেরায় বিরাট ব্যাটারি গ্রীপ, কার ক্যামেরার বডি কি, এসব দিয়ে কি আসে যায় যদি ক্যামেরার ভিউফাইন্ডারের পিছনের চোখটা হয় অন্ধ, আর চোখের পিছনের মগজটা হয় বলদের? ভালো গিয়ার অবশ্যই কাজের, একজন ফটোগ্রাফারের ক্ষমতা বাড়ায়, কিন্তু ভুলবেন না লিওনার্দো দা ভিঞ্চি কোন কালি দিয়ে ছবি এঁকেছিলেন ওইটাকে কেউ বেইল দেয়নি।
৩। ওয়েডিং ফটোগ্রাফি-তো আঁক্কাছ-কুদ্দুছ ও পারেঃ
অনেকেই ভেবে থাকেন ওয়েডিং ফটোগ্রাফি মানে সেজে-

Wednesday, May 13, 2015

নেপালি মেয়ের বাংলার প্রতি ভালোবাসা ।

সত্যি মন থেকে ভালবাসলে সবই সম্বভ বাংলাদেশী ও নেপালি দুই রুম ম্যাট নেপালি আপুটা কি সুন্দর বাংলা বলছে ।

Posted by Fokhrul Islam Biplob on Monday, April 27, 2015

রমজান নিয়ে একটি সুন্দর গান

onek valo laglo ...cute babay er song

Posted by Fokhrul Islam Biplob on Wednesday, May 13, 2015

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (মে ২৪, ১৮৯৯ – আগস্ট ২৯, ১৯৭৬)[১],(জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ - ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ) অগ্রণী বাঙালি কবি, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয়বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে –- কাজেই "বিদ্রোহী কবি", তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে।