Monday, May 18, 2015
দ্রুত কম্পিউটার বন্ধ(shut down) করার পদ্ধতি
অধিকাংশ লোকের কম্পিউটারই অনেক সফ্টওয়ারের কারণে ভারী থাকে, ফলে তা বন্ধ বা shut down হতে যথেষ্ট সময় নেয়। কিন্তু কিছু কিছু সময় অনেক দ্রুত কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। তখন আমরা নিচের পদ্ধতিটি প্রয়োগ করতে পারি। তবে বিভিন্ন প্রোগ্রাম চলন্ত অবস্থায় এই পদ্ধতিটি প্রয়োগ না করাই উত্তম হবে।
১. কী বোর্ড থেকে Ctrl+Alt+Delete চাপুন। অথবা টাস্কবারে রাইট বাটনে ক্লিক করে Task Manager এ ক্লিক করুন। টাস্ক ম্যানেজার খুলবে।
২. Shut Down এ ক্লিক করুন।
৩. Ctrl কী চেপে ধরে Turn Off এ ক্লিক করুন। দেখবেন মাত্র ২-৪ সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে।
এছাড়াও আপনি কম্পিউটার বন্ধ / রিস্টার্ট / স্ট্যান্ড বাই করার জন্য Short Cut Key ব্যবহার করতে পারেন। তবে
নিচের গুলো পিসি এর জন্য কোন ক্ষতিকর নয়।

২. Shut Down এ ক্লিক করুন।
৩. Ctrl কী চেপে ধরে Turn Off এ ক্লিক করুন। দেখবেন মাত্র ২-৪ সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে।
এছাড়াও আপনি কম্পিউটার বন্ধ / রিস্টার্ট / স্ট্যান্ড বাই করার জন্য Short Cut Key ব্যবহার করতে পারেন। তবে
নিচের গুলো পিসি এর জন্য কোন ক্ষতিকর নয়।
- বন্ধ করা: কীবোর্ড থেকে উইন কী ( alt এবং ctrl এর মধ্যবর্তী কী ) চাপদিয়ে ছেড়ে দিন এবং দুইবার U (ইংরেজী ইউ অক্ষর) চাপ দিন। তাহলে কম্পিউটার টি বন্ধ হয়ে যাবে।
- রিস্টার্ট করা: কীবোর্ড থেকে উইন কী ( alt এবং ctrl এর মধ্যবর্তী কী ) চাপদিয়ে ছেড়ে দিন এবং একবার U চাপদিয়ে তারপর R চাপ দিন (ইংরেজী অক্ষর) চাপ দিন। তাহলে কম্পিউটার টি রিস্টার্ট হবে।
- স্ট্যান্ডবাই করা: কীবোর্ড থেকে উইন কী ( alt এবং ctrl এর মধ্যবর্তী কী ) চাপদিয়ে ছেড়ে দিন এবং একবার U চাপদিয়ে তারপর S চাপ দিন (ইংরেজী অক্ষর) চাপ দিন। তাহলে কম্পিউটার টি স্ট্যান্ডবাই হয়ে যাবে।
0 comments:
Post a Comment