সত্যই মুক্তি ত্যাগেই সুখ

Monday, May 18, 2015

আপনার কম্পিউটার এর Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া

Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া ।
পদ্ধিতি টা অনেকেই জানেন,  পোস্ট টি তাই নতুন দের জন্য।
Autorun বন্ধ করতে প্রথমে আপনাকে strat হতে run ক্লিক করতে হবে।
অথাবা windows key+ R এক সাথে চাপলে run ওপেন হয়ে যাবে।
1 step
এখন run এ gpedit.msc লিখুন ও enter চাপুন।
এখন local Computer Policy হতে user configuration হতে administrative templates ক্লিক করুন ।
2 nd step
এবার ক্লিক করুন windows components

3nd step
এবার ক্লিক করুন auto play policies
4 step
এখন আবার ক্লিক করুন turn off autoplay
5 step
দুবারক্লিক করুন নতুন একটি window খুলবে। এখন enable
6 step
এ ক্লিক করে ok চাপুন।
এখন আপনার auto play বন্ধ হয়ে গেছে

0 comments:

Post a Comment