Monday, May 18, 2015
আপনার কম্পিউটার এর Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া

পদ্ধিতি টা অনেকেই জানেন, পোস্ট টি তাই নতুন দের জন্য।
Autorun বন্ধ করতে প্রথমে আপনাকে strat হতে run ক্লিক করতে হবে।
অথাবা windows key+ R এক সাথে চাপলে run ওপেন হয়ে যাবে।
1 step
এখন run এ gpedit.msc লিখুন ও enter চাপুন।
এখন local Computer Policy হতে user configuration হতে administrative templates ক্লিক করুন ।
2 nd step
এবার ক্লিক করুন windows components
3nd step
এবার ক্লিক করুন auto play policies
4 step
এখন আবার ক্লিক করুন turn off autoplay
5 step
দুবারক্লিক করুন নতুন একটি window খুলবে। এখন enable
6 step
এ ক্লিক করে ok চাপুন।
এখন আপনার auto play বন্ধ হয়ে গেছে
0 comments:
Post a Comment