সত্যই মুক্তি ত্যাগেই সুখ

Tuesday, May 19, 2015

ফাইল ফোল্ডার ডিলিট না হলে যা করতে হবে

কম্পিউটারে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় নির্দিষ্ট কোন ফাইল কিংবা ফোল্ডার ডিলিট বা মুছে ফেলার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি উইন্ডোজ বা অন্য অপারেটিং সিস্টেমে ফাইল ডিলিট করে থাকি। কিন্তু বিপত্যি বাধে তখন যখন দেখছেন ফাইলটি আর ডিলিট হচ্ছে না।





সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোন ফাইল ডিলিট না হবার কারন ফাইল বা ফোল্ডারটি আপনার পিসির অটোরানে .exe ফাইলটি এক্সিকিঊট করছে।
আপনি ইচ্ছে করলে অটোরান থেকে ফাইল এক্সিকিউশন বন্ধ করে ফাইলটি সহজে ডিলিট করতে পারেন।
এজন্য ক্ষুদ্র একটি সফটওয়্যার ‘আনলকার’ ব্যবহার করে এর সমাধান আনতে পারেন।
এই লিংকে ক্লিক করে ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।

লক্ষ্য করুন:
১) যে ফাইলটি ডিলিট করতে চাইছেন সেটি সিলেক্ট করতে মাউসের ডান বাটনে ক্লিক করে ‘আনলক’ (unlock) করুন।



২) যদি ফাইল বা ফোল্ডারটি লক থাকে নীচের চিত্রের মত দেখতে পাবেন। এখান থেকে নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ‘আনলকার’ বাটনে ক্লিক করে ফাইলটি লক ভেঙ্গে প্রয়োজনে ডিলিট করে নিন।

0 comments:

Post a Comment