সত্যই মুক্তি ত্যাগেই সুখ

Monday, May 18, 2015

কম্পিউটার এ আছে বয়স হিসাব করার ক্যালকুলেটর ।

Age Calculator
বয়স নিয়ে হিসাবটা সবার মধ্যে কেমন যেন একটা জটিল মনে হয় ।  আর হিসাবে ভুল করে যদি একটু বেশী বলেন তাহলে তো রাগ করে, আভিমান করে , অভিযোগ করে একে বারে শেষ অবস্থা। আমি সাধারন যোগবিয়োগ ছাড়া কি আর কিছুই পারিনা ?এইবার আর ভুল নয় , একেবারে সঠিক হিসাব দেখুন Windows calculator এ । যারা  জানেন না তারা দেখে নিন ।
এবার অন্য কোন calculator ছাড়াই সরাসরি Windows calculator দিয়ে বয়স হিসাব করুন। তার জন্য প্রথমে start menu থেকে windows calculator open করুন। তারপর ctrl+E চাপুন। Date calculation এর নতুন option পাবেন। এখানে From এর ঘরে আপনার জন্ম সাল/তারিখ/মাস বসান আর To এর ঘরে বর্তমান টা বসানোই থাকবে যদি আপনার পিসির ডেট ঠিক থাকে। না হলে বসিয়ে নিবেন। এরপর calculte button এ ক্লিক করলেই আপনার বয়স বের হয়ে যাবে। Calculator কে Basic mode এ ফিরিয়ে আনতে ctrl+F4 চাপুন।

0 comments:

Post a Comment