সত্যই মুক্তি ত্যাগেই সুখ

Monday, May 18, 2015

ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে করণীয়

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে থাকা নিজের অ্যাকাউন্টকে আরও নিরাপত্তা দিতে পারেন। এর ফলে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে পারেন।
নিজের অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ করতে ফেসবুকে ঢুকে ডানে Account থেকে Account Setting –এ যান। এবার Account Security-এ ক্লিক করে Browse Facebook on a secure connection (https) whenever possible ও Send me an Email এবং Send me a text message চেক বক্সগুলোতে টিক চিহ্ন দিন এবং Save করুন।

এরপর থেকে ফেসবুকে ঢোকার পরপরই আপনার মোবাইলে একটি SMS আসবে এবং আপনার মেইলে (আইপি, অবস্থান, সময় ইত্যাদিসহ) একটি মেইল আসবে । যদি অনাকাঙ্খিত কেউ ঢুকে থাকে বা হ্যাক করে, তাহলে বিষয়টি আপনি তৎক্ষনাৎ জানতে পারবেন এবং ব্যবস্থা নিতে পারবেন।

0 comments:

Post a Comment